বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
অনুমোদনহীন সস ও ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের অপরাধে সিলেটে পানসী ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ মার্চ) বিকেলে সিলেট নগরীর জল্লারপাড়য় দুটি রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, রেস্টুরেন্ট দুটির মধ্যে পাঁচ ভাই রেস্টুরেন্টকে অনুমোদনবিহীন সস এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার অপরাধে ও পানসি রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির অপরাধে জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে আদায় করা হয় এক লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশপাশি সতর্ক করা হয়েছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। জনস্বার্থ বিবেচনায় এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আনসার সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)