বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রায় কোটি টাকার বিদেশি সিগারেটসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
আটকরা হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, ৬৩ হাজার ৮০০ প্যাকেটে মোট ১২ লাখ ৭৬ হাজার শলাকা রয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। জব্দ করা সিগারেট ও পিকআপসহ আটক দুজনকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)