বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১


কিশোরগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

কিশোরগঞ্জ থেকে

প্রকাশিত:২৬ মার্চ ২০২৫, ১৫:৩৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অস্বাভাবিক তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পর দিন বৃষ্টিহীন খরাপ্রবণ আবহাওয়া এবং প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমতাবস্থায় মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা জানিয়ে কিশোরগঞ্জে আদায় করা হয়েছে বিশেষ ইসতিসকার নামাজ।

বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চিকনীরচর এলাকার ভুরভুরিয়া বিলের উত্তর পাশে এক বিস্তীর্ণ পতিত জমিতে অনুষ্ঠিত হয় এ নামাজ ও দোয়ার আয়োজন। নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দী। নামাজ শেষে তিনি খুতবা পাঠ করেন এবং সারাদেশের জন্য শান্তিময় বৃষ্টির বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল খালেক, চিকনীরচর মধ্য জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সদস্য সেলিম মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা বলেন, মানুষের কর্ম ও আচরণে পরিবর্তন না এলে প্রকৃতির আচরণও কঠোর হয়ে ওঠে। তাই নিজের সংশোধনের পাশাপাশি আল্লাহর রহমত কামনাই এখন একমাত্র ভরসা। ধর্মীয় এ আয়োজনে বৃষ্টির পাশাপাশি জাতির শান্তি, সুস্থতা ও সমৃদ্ধির জন্যও বিশেষ দোয়া করা হয়।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগে অংশগ্রহণ করে তাঁরা একধরনের আত্মিক প্রশান্তি অনুভব করেছেন। সবার প্রত্যাশা, মহান আল্লাহ তায়ালা যেন শিগগিরই কল্যাণকর বৃষ্টির মাধ্যমে দেশ ও জাতিকে শান্তি দান করেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫