শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২


মশার কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৮ গরু

সিরাজগঞ্জ থেকে

প্রকাশিত:৯ এপ্রিল ২০২৫, ১৫:৩১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কৃষকের ৮টি গরু মারা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া দক্ষিণপাড়ার তফিজ আকন্দের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক তফিজ আকন্দের দুটি গোয়ালে থাকা ৮টি গরু পুড়ে মারা যায়।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, প্রতি রাতের মতো মঙ্গলবার রাতেও গোয়ালঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক তফিজ। গভীর রাতে আগুনের শিখার তাপে ঘুম ভাঙে তাদের। পরে তাদের চিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসেন। মুহূর্তেই তফিজ উদ্দিনের দুটি গোয়াল ঘরের ৮টি গরু দগ্ধ হয়ে মারা যায়।

তফিজ আকন্দ বলেন, কোরবানিতে বিক্রির জন্য ধার-দেনা করে গরুগুলো পালন করছিলাম। আমার সংসারের পুঁজি বলতে এই গরুগুলোই। আগুনে পুড়ে একদম নিঃস্ব হয়ে পড়লাম আমি।

উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছি মশার কয়েল থেকে আগুন লেগেছে। সব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৮ ভোর
যোহর ১১:৫৯ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৪ সন্ধ্যা
এশা ০৭:৩৯ রাত

শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫