শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২


চোখে স্প্রে ছিটিয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহী ব্যুরো

প্রকাশিত:২০ এপ্রিল ২০২৫, ০১:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চোখে স্প্রে ছিটিয়ে রাজশাহী নগরীতে এক ব্যবসায়ীর ম্যানেজারের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।

রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় ঘোড়ামারা পোস্ট অফিসের পেছনের সড়কে এ ঘটনা ঘটে।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিলায়েন্স অটোর ম্যানেজার দিলিপ কুমার রোববার সকালে কুমারপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নিপুর ঘোষের বাড়ি থেকে ব্যাগে করে ১২ লক্ষাধিক টাকা নিয়ে নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে রিকশায় যাচ্ছিলেন। রিকশাটি ঘোড়ামারা পোস্ট অফিসের পেছনের সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলযোগে দুজন এসে দিলিপকে বহনকারী রিকশা থামিয়ে তার চোখে স্পে ছিটিয়ে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, এ সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ফলে ব্যাগের ভেতরে থাকা ২ লাখ টাকা রাস্তায় পড়ে যায়। বাকি ১০ লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় ওই রিকশাচালকও পালিয়ে যায়।

আরএমপির বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, ঘটনার পর সিসি ক্যাামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ম্যানেজার পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৭ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৩৬ বিকেল
মাগরিব ০৬.৩০ সন্ধ্যা
এশা ০৭:৪৬ রাত

শুক্রবার ২২ আগস্ট ২০২৫