বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২


রংপুরে যৌথবাহিনীর হাতে ৬ চাঁদাবাজ আটক

রংপুর ব্যুরো

প্রকাশিত:২৪ এপ্রিল ২০২৫, ১৩:১১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এ বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার রাতে রংপুর নগরীর মডার্ন মোড় বাসস্ট্যান্ড থেকে সড়ক পরিবহনের সঙ্গে জড়িত ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার মডার্ন মোড় বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্প-এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দূরপাল্লার বাসে চাঁদাবাজিকালে ছয়জন চাঁদাবাজকে আটক করা হয়।

এ সময় চাঁদাবাজির দু’ হাজার একশ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন - মোখলেছুর রহমান (৪৬), ফরিদ খান মিঠু (৫৪), শামীম হোসেন (৪৮), আশিষ কুমার চক্রবর্তী (৫৪), আনোয়ার হোসেন (৪৬), দীপক সরকার (৪৮)। তারা দীর্ঘ দিন ধরে পরিবহন সেক্টরে এই চাঁদাবাজি করে আসছিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১১ ভোর
যোহর ১১:৫৭ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৮ সন্ধ্যা
এশা ০৭:৪৩ রাত

বৃহঃস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫