শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে নিম্নমানের ইট, খোয়া ও মাটি দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে এসব ইট ও মাটি অপসারণের নির্দেশ দিয়েছেন ইউএনও।
স্থানীয়রা জানান, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার শৌলমারী ইউনিয়নের চৎলাকান্দা জিঞ্জিরাম নদীর মোড় এলাকার আমিনুল ইসলাম প্রভাষকের বাড়ির সামনের রাস্তা থেকে গয়টাপাড়া এলাকার দুদু মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হয়।
এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, এতে চারটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়। কাজটি পান কুড়িগ্রামের খলিলগঞ্জের মেসার্স দুলাল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জহুরুল হক দুলাল। কাজটি কিনে নেন রৌমারীর ঠিকাদার শহিদুল ইসলাম শালু। চার প্যাকেজের মধ্যে এক প্যাকেজের নির্মাণ মূল্য হয় প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। কিন্তু কাজের শুরুতেই নিম্নমানের ইট, খোয়া ও মাটি ব্যবহারের অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের ইট ও মাটি অপসারণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার।
ঠিকাদার শহিদুল ইসলাম শালু বলেন, ভেকু দিয়ে ইট ট্রাক্টরে তুলে দেওয়ায় ওই ইটগুলো এসেছে। তারপরও ইউএনও স্যার যে নির্দেশ দিয়েছেন তা পালন করা হবে।
এলজিইডির রৌমারীর উপ-সহাকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ইউএনও স্যার যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, নিম্নমানের ইট ও মাটি অপসারণ করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)