মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২


মাছের ঘেরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

জেলা সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত:২৯ এপ্রিল ২০২৫, ১৫:২০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কুমিল্লার লাকসামে নিখোঁজের এক দিন পর মাছের ঘের থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুন্তি গ্রামের মাছের ঘের থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ির মো. রুবেলের ছেলে জিহাদ (৭) এবং একই গ্রামের হাজী বাড়ীর মো. আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (৯)।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল থেকে শিশু দুটি নিখোঁজ হয়। স্বজনরা তাদের দুজনকে খোঁজাখুঁজি করেও হদিস পায়নি। মঙ্গলবার সকালে গুন্তি গ্রামের পার্শ্ববর্তী মাছের ঘেরে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি নাজনীন সুলতানা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৭ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬:৩০ সন্ধ্যা
এশা ০৭:৪৬ রাত

মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫