সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
চাঁদপুর সদরে নিজ বাড়ির পাশের তালগাছ থেকে পড়ে কালু গাজী (৫৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) সকালে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কালু গাজী ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের ছেলে।
নিহত ব্যক্তির ছেলে নয়ন গাজী জানান, তার বাবা বাড়ির পাশে তালগাছ থেকে তাল পাড়তে উঠেন। হঠাৎ তিনি গাছ থেকে পড়ে যান এবং বাম পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান লাশের সুরাহতাল করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে গাছ থেকে পড়ে তার পা ভেঙেছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. বাহার মিয়া বলেন, লাশের সুরাহতাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর বরাবর আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)