শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২


রংপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

জেলা সংবাদদাতা, রংপুর

প্রকাশিত:১৫ জুন ২০২৫, ১৮:৪৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রংপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ শরিফুল ইসলাম সোহাগ (২৭) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ জুন) দিবাগত রাতে নগরীর লালবাগ কেসিডি রোড-সংলগ্ন খেড়বাড়ি এলাকায় এ অভিযান চালিয়েছে সেনাবাহিনীর ত্রিশ বেঙ্গল ইউনিট।

শরিফুল ইসলাম সোহাগ কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অভিযানের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ত্রিশ বেঙ্গল ইউনিটের নেতৃত্বে থাকা ক্যাপ্টেন তামিম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সোহাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটকের পর বাসায় তল্লাশি চালিয়ে চারটি রামদা, দুটি খেলনা পিস্তল, একটি চেইন স্টিক, একটি চায়না ছুরি, চারটি রড স্টিক ও একটি মাঝারি আকারের চাকু উদ্ধার করা হয়। পরে সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী দুখুর বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সোহাগকে তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার সহযোগীদের আটকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণসহ যে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৭ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৪ রাত

শনিবার ২ আগস্ট ২০২৫