বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


দুইদিন পর স্কুল খুলল নাটোরে, শিক্ষার্থীদের উপস্থিতি কম

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:২৪ জানুয়ারী ২০২৪, ১১:০৮

ফাইল ছবি

ফাইল ছবি

তীব্র শীত ও তাপমাত্রা কমে যাওয়ায় নাটোরে বুধবার (২৪ জানুয়ারি) খুলেছে জেলার সব বিদ্যালয়। তবে দুইদিন পর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় খুললেও এদিন সদর উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কম দেখা যায়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক নোটিশে স্কুল খোলার ঘোষণা দেওয়া হয়।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানতে পেরেছি বুধবার সকালে নাটোরের লালপুরে সম্ভাব্য তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা ছিল। তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী বুধবার নাটোর জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান বলেন, বুধবার সকাল থেকে যথানিয়মে জেলার মাধ্যমিক স্তরের সব স্কুল-মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়। সে নিয়মে ক্লাস শুরু হয়েছে।

সরেজমিনে সকাল ১০টায় সদর উপজেলার চন্দ্রকলা হড়িকালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দ্রকলা এস. আই উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পাঠদান শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম।

চন্দ্রকলা হড়িকালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান জানান, গত দুই দিন বিদ্যালয় বন্ধ থাকার পর আজ বিদ্যালয় খুলেছে। আমরা বিদ্যালয় খোলার খবর সব শিক্ষার্থীদের পরিবারকে জানিয়েছি। কিন্তু অন্য স্বাভাবিক দিনের তুলনায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সংখ্যা কম।

প্রসঙ্গত, তীব্র শীত ও তাপমাত্রা কমে যাওয়ার কারণে গত ২২ ও ২৩ জানুয়ারি জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিল সংশ্লিষ্ট শিক্ষা অফিস।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪