বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২


কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে চাচার হাতে ভাতিজা খুন, চাচি আটক

জেলা সংবাদদাতা, চাঁদপুর

প্রকাশিত:৩০ জুলাই ২০২৫, ১৪:২৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ঋণের কিস্তির টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রাহ্মনচক গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মাইনুদ্দিন। তিনি ওই গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে। এই ঘটনায় ফারুকের স্ত্রী (চাচী) মাফিয়া বেগমকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

পুলিশ জানায়, ঋণের কিস্তিুর টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মূলত চাচা ফারুক তার স্ত্রীর নামে এনজিও থেকে এক লাখ টাকা ঋণ করে ৫০ হাজার টাকা ভাতিজা মাইনুদ্দিনকে দেয়। পরবর্তীতে কিস্তির টাকা ফারুক তার কাছে দিতে বলে। কিন্তু ভাতিজা ও তার স্ত্রী নিজেরাই কিস্তি পরিশোধ করে। এ নিয়ে বুধবার সকালে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে কিল-ঘুষি, লাথি মারলে গুরুতর আহত হন মাইনুদ্দিন। এ সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা অভিযোগ করেন, আমার ৫০ হাজার টাকা কিস্তির ১৪ হাজার টাকা বাকি ছিল। ওই টাকা পরিশোধ করে ফেলেছি। কিন্তু ওই টাকা কেন আমার চাচা শ্বশুরের হাতে দিলাম না, তাই আমার স্বামীকে ফারুক ও তার ছেলে ফয়সাল মিলে অনেক মারপিট করতে করতে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনার পর গুরুতর আহত মাইনুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে আটক করা হয়েছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৫ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬.৪৬ সন্ধ্যা
এশা ০৮:৬ রাত

বৃহঃস্পতিবার ৩১ জুলাই ২০২৫