শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


দেশের সর্বনিম্ন তাপমাত্রা জয়পুরহাটে, স্থবির জনজীবন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত:২৭ জানুয়ারী ২০২৪, ১২:২৮

ফাইল ছবি

ফাইল ছবি

জয়পুরহাট জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের এই জেলাটিতে শনিবার (২৭ জানুয়ারি) সকালে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছী আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

টানা এক সপ্তাহ ধরে জয়পুরহাটে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

সকালে স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘সকাল সাতটার দিকে ৭ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা ৭ দিন জয়পুরহাট ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা ৭-৯ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে।’

কয়েকদিন ধরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশার পাশাপাশি উত্তরের ঠাণ্ডা বাতাসে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে প্রধান সড়কের যানবাহন। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকছে।

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষেরা। কাজ-কর্ম না থাকায় অনেকে মানবেতর জীবন যাপন করছেন। বিভিন্ন এলাকায় অসহায়-দরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪