শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২


ভোরে দরজা খুলতেই স্ত্রীর সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল আলামিনের

জেলা সংবাদদাতা, খুলনা

প্রকাশিত:২ আগষ্ট ২০২৫, ১৭:০৯

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

খুলনা নগরীর সবুজবাগে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যার ১০ ঘণ্টার ব্যবধানে আলামিন সিকাদার (২৩) নামে আরেক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানান, শনিবার ভোরে আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি আলামিনের ঘরের দরজায় কড়া নাড়েন। ঘুম থেকে উঠে দরজা খুলতেই আসাদুল ছুরি দিয়ে আলামিনকে কুপিয়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামিনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, প্রায় ১৫ বছর আগে আসাদুল ইসলামের সঙ্গে এক নারীর বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদ হয়। দেড়মাস আগে সেই নারী আলামিন শিকদারকে বিয়ে করেন। শনিবার সকালে ওই নারীর প্রথম স্বামী তার দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা করে।

ওসি বলেন, ঘাতক আসাদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৭ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৪ রাত

শনিবার ২ আগস্ট ২০২৫