মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


ছয় বগির বিশেষ ট্রেনে যাত্রী মাত্র ১৭ জন

জেলা সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত:৫ আগষ্ট ২০২৫, ০৭:৩০

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীমুখী আটটি বিশেষ ট্রেনের একটি ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায়। তবে ৬৭৬ আসনের সেই ট্রেনে যাত্রী ছিলেন মাত্র ১৭ জন।

ভাঙ্গার স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, বিশেষ ট্রেনটি সাড়ে ১১টায় ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময় ট্রেনে যাত্রী ছিলেন ১৭ জন। ছয় বগির ওই ট্রেনে আসনসংখ্যা ৬৭৬।

ভাঙ্গা রেলস্টেশনের স্টেশনমাস্টার জিল্লুর রহমান জানান, ট্রেন ছাড়ার আগে কারও সঙ্গে কোনো সমন্বয় হয়নি। যাত্রী সংকটের মধ্যেই নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে যায়।

সন্ধ্যা সাতটায় ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ফিরে এসে রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা পৌঁছানোর কথা রয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫