মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২


‘ছাত্র সমন্বয়ক ও উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক’

জেলা সংবাদদাতা, রংপুর

প্রকাশিত:১২ আগষ্ট ২০২৫, ১৩:২৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মোমেন জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় আসবে। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুর নগরীর স্টেশন রোডে ২২ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা বিশিষ্ট দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থাকা কয়েকটি মামলা এখনো দুদকে তদন্তাধীন রয়েছে। এসব মামলা দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করা হবে বলে তিনি জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অন্যান্য মামলাগুলোও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে দুদক।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়। তবে আশার কথা, এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার অবস্থানে রয়েছেন।

রংপুরে নবনির্মিত দুদক কার্যালয় সম্পর্কে তিনি বলেন, এই আঞ্চলিক কার্যালয় হবে এ অঞ্চলের দুর্নীতি প্রতিরোধে কার্যকর প্রতীক। সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে আমরা সবার সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ দুদকের আঞ্চলিক ও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১২ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪০ বিকেল
মাগরিব ০৬.৩৮ সন্ধ্যা
এশা ০৭:৫৫ রাত

মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫