বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২


তিস্তার পানিতে ডিমলা প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

জেলা সংবাদদাতা, নীলফামারী

প্রকাশিত:১৪ আগষ্ট ২০২৫, ১১:৫৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর পানি উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধির কারণে মুহূর্তের মধ্যে চারদিকে পানি ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিস্তা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বিভাগের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ছোট খাতা এলাকায় তিস্তা নদীর পানি উপচে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এই কারণে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি প্রবেশের পর থেকে ওই এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুসহ বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে পরেছেন এলাকাবাসীরা। অনেক পরিবার শিশু ও গবাদি পশু নিয়ে বিদ্যালয় ও উঁচু জায়গায় নেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, দ্রুত এই সমস্যার ব্যবস্থা না নিলে আবাদি যেটুকু জমি রয়েছে সব ভেসে যাবে। ইতোমধ্যে তারা বিশুদ্ধ খাবার পানিসহ গবাদি পশু নিয়ে বিপদে দিন পার করছি।

ডালিয়া পানি উন্নয়ন বিভাগের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর ভেতরেই যে ফ্লাট লেন এরিয়াগুলি রয়েছে পানি বৃদ্ধির ফলে নদীর পানি উপচে ক্যানেল হয়ে গেছে। এগুলি সাধারণত নো ল্যান্ড এরিয়া হিসেবে বিবেচিত হয়। ইতোমধ্যে আমাদের অফিস থেকে পানি প্রবেশের যে পথগুলি রয়েছে সেসকল পথ বন্ধের জন্য কাজ করা শুরু হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৬ সন্ধ্যা
এশা ০৭:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৪ আগস্ট ২০২৫