সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


যাচ্ছিলেন মাছ কিনতে, কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল ৫ জনের

জেলা সংবাদদাতা, সীতাকুণ্ড

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১২:৩৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আজ (১৮ আগস্ট) সোমবার নগরীর সিটি গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। তারা সবাই সীতাকুণ্ডের বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী। ভোরে মাছ আনার জন্য সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটে যাচ্ছিলেন তারা।

পুলিশ জানায়, দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। সামনের অংশ একেবারেই বিধ্বস্ত। এখানে বসে থাকা চালক, হেলপার ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। পুলিশের ধারণা, ভোর বেলা চালক ঘুমের ঘোরে থাকায় দুর্ঘটনা ঘটেছে।

নগরীর আকবর শাহ থানার এসআই মো. সাজ্জাদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয়রা জানান, হতাহতরা বেশিরভাগ মাছ ব্যবসায়ী। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে ভোর ৫টার দিকে তারা ফিশারিঘাট যাচ্ছিলেন। সিটি গেটের কাছাকাছি পৌঁছাতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দুইজন মারা যান। আহত হন আরও ৪ জন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় স্বজনরা। তাদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।

স্বজনরা জানান, তারা প্রতিদিন চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট থেকে মাছ কিনে এনে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় বিক্রি করেন। আজকেও মাছ আনতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত, ফিশারিঘাট চট্টগ্রামের বৃহৎ মাছের আড়ত। এখান থেকে পাইকারি মাছ কিনে নেন খুচরা ব্যবসায়ীরা। সাগর থেকে মাছ ধরে এনে এখানে পাইকারি বিক্রি করা হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ১৮ আগস্ট ২০২৫