সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


১১০০ টাকা ছিনতাই করতে গিয়ে ব্যবসায়ীকে হত্যা

জেলা সংবাদদাতা, মৌলভীবাজার

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১৮:০৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মৌলভীবাজার শহরে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি জুহেল মিয়া ওরফে আলিফ (২২)–কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গত ৭ আগস্ট সন্ধ্যায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে ‘এফ রহমান ট্রেডিং’ নামের একটি হার্ডওয়্যারের দোকানে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল একা বসা ছিলেন। এ সময় ছিনতাইকারী জুহেল মিয়া ওরফে আলিফ ক্রেতা সেজে দোকানে ঢুকে ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ক্যাশ থেকে ১ হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহত রুবেল মৌলভীবাজার শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পরপরই জেলা পুলিশের একাধিক টিম গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে আসামিকে শনাক্ত করে।

তিনি আরও জানান, হত্যার দিন জুহেল পালানোর সময় একটি রিকশায় উঠেছিল। প্রথমে সেই রিকশাচালককে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে জুহেলের ছবি সংগ্রহ করে পুলিশ। কয়েক দিনের অনুসন্ধানের পর অবশেষে শ্রীমঙ্গলের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুহেল স্বীকার করেছে যে, আর্থিক সংকট মেটাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে সে মৌলভীবাজার শহরে আসে। প্রথম দিন (৬ আগস্ট) সুযোগ না পেয়ে ফিরে গেলেও ৭ আগস্ট আবার শহরে এসে ‘এফ রহমান ট্রেডিং’ দোকানে মালিক রুবেলকে একা পেয়ে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, জুহেল আগে একটি মিষ্টির দোকানে কাজ করলেও বর্তমানে বেকার ও হতাশাগ্রস্ত ছিল। তার বাবা দিনমজুর হিসেবে কাজ করেন। পরিবারের আর্থিক সংকটের কারণেই সে অপরাধের পথে পা বাড়ায়।

পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ১৮ আগস্ট ২০২৫