সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


শিক্ষক লাঞ্ছনায় জড়িত বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবি

জেলা সংবাদদাতা, সাতক্ষীরা

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১৯:১১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার ঘটনায় জড়িত বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের ফটকে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। বক্তারা বলেন, এই সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা হলে শিক্ষার্থীরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবে।

এ ঘটনায় ভুক্তভোগী শফিকুর রহমান বাদী হয়ে সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, ইউপি সদস্য রবিউল ইসলাম, আব্দুর রইচ, বল্লী দুই নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ইসলাম কবিরাজ, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজারুজ্জামান মুকুল, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, বল্লী নতুন বাজার কমিটির সভাপতি ডা. অলিউর রহমান, সিটি কলেজের গণিতের প্রভাষক শামসুর রহমান, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রশনি আক্তার ও নবম শ্রেণির ছাত্রী রোকসানা আক্তার প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার (১৬ আগস্ট) সকালে ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে দীর্ঘ ৩৭ মিনিট শিক্ষক শফিকুর রহমান অবস্থান করেন বলে অভিযোগ ওঠে। পরদিন রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ এলাকাবাসী বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। অভিযোগের সঠিক প্রতিকার না হওয়ায় ক্ষুব্ধ জনতা ও ইউপি সদস্য এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে বের করে দেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ১৮ আগস্ট ২০২৫