সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


খুলনায় নকল ওষুধ বিক্রির অভিযোগে ‘লাজ ফার্মা’কে ৫ লাখ টাকা জরিমানা

জেলা সংবাদদাতা, খুলনা

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১৯:২০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

খুলনায় নকল ওষুধ বিক্রির অভিযোগে নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে অধিদফতরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. সেলিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মে মাসে লাজ ফার্মা থেকে এক ভোক্তা চর্মরোগের একটি বিদেশি মলম কিনে প্রতারিত হন। পরে তিনি ভোক্তা অধিকার অধিদফতরে অভিযোগ করেন। বিষয়টি জানানো হলে লাজ ফার্মা কর্তৃপক্ষ জানায়, ওই ওষুধ সরবরাহ করেছে অ্যাডোরোবেলা হেলথ কেয়ার।

সোমবার, ওই প্রতিষ্ঠানের একজন কর্মী পুনরায় একই ওষুধ সরবরাহ করতে এলে লাজ ফার্মা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার অধিদফতরকে জানায়। পরে অধিদফতর অভিযান চালিয়ে ওষুধটি নকল বলে প্রমাণ পায়।

এ সময় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার অর্থ পরিশোধ করে অ্যাডোরোবেলা হেলথ কেয়ার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মো. সেলিম বলেন,

‘দীর্ঘদিন ধরে অ্যাডোরোবেলা হেলথ কেয়ার বিভিন্ন ফার্মেসিতে নকল ওষুধ সরবরাহ করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযানে বিষয়টি প্রমাণিত হয়েছে। এজন্য লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই নকল ওষুধ মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। তাই অন্যান্য ফার্মেসিতে এ ধরনের ওষুধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

লাজ ফার্মার ম্যানেজার মঈন উদ্দিন বলেন, ‘গ্রাহকের অভিযোগ পাওয়ার পর থেকে আমরা গত দুই মাস ধরে ওষুধটি গুদামে সংরক্ষণ করে রেখেছিলাম। আজ প্রতিষ্ঠানটির প্রতিনিধি ওষুধ সরবরাহ করতে এলে আমরা ভোক্তা অধিদফতরকে জানাই।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ১৮ আগস্ট ২০২৫