বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২


হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল ও পেঁয়াজ আমদানি

জেলা সংবাদদাতা, দিনাজপুর

প্রকাশিত:২০ আগষ্ট ২০২৫, ১১:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেশের বাজারে চাল এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আমদানি হচ্ছে। গত দুই দিনে ভারতীয় ৯৪ ট্রাকে ৪ হাজার ৫০০ মেট্রিকটন চাল এবং ভারতীয় ৪০ ট্রাকে ১ হাজার ১৯০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

গত এক সপ্তাহ থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি হলেও শুল্ক জটিলতায় আটকে থাকার কারণে বাজারে সরবরাহ হয়নি। এতে করে চালের দাম অপরিবর্তীত রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকে এসব আমদনিকৃত চাল খালাস শুরু হয়েছে। ফলে আজ থেকে এসব চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে। এতে করে চালের দাম অনেকটাই কমে যাবে বলে আশা করছেন আমদানিকাররা। বর্তমানে আঠাশ জাতের চাল ৫৫ টাকা, স্বর্ণা জাতের চাল ৫২ টাকা এবং জিরা চাতের চাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে পেঁয়াজ আমদানি বেশি হওয়াতে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৩ টাকা কমে ৬২ টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ২ টাকা কমে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, দেশের বাজারে চাল এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বেশি বেশি চাল এবং পেঁয়াজ আমদানি করছেন। এতে করে দেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমতে শুরু করেছে। চালগুলো দেশের বাজারে সরবরাহ শুরু হলেও চালের দাম কমে আসবে বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে চাল এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। চাল ৬৫ শতাংশ শুল্ক থেকে কমিয়ে ২ শতাংশ শুল্কে খালাস হচ্ছে। গত দুই দিনে ভারতীয় ৯৪ ট্রাকে ৪ হাজার ৫০০ মেট্রিকটন চাল এবং ভারতীয় ৪০ ট্রাকে ১ হাজার ১৯০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

বুধবার ২০ আগস্ট ২০২৫