বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগে উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ঘটনার পর এসআই নাজমুলকে ফাঁড়ি থেকে থানায় আনা হয় এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মেরুং পুলিশ ফাঁড়িতে কেবল ইন্টারনেট কর্মী ইসমাইল হোসেনকে (২৭) ডেকে নিয়ে মারধর করেন ফাঁড়ি ইনচার্জ নাজমুল হাসান। এতে তার দুই হাতে গুরুতর জখম হয়।
ইসমাইলের অভিযোগ, তিন দিন আগে এসআই নাজমুল বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ চান। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানান। পরে ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে আটক করে প্রথমে মোটরসাইকেল চুরির অভিযোগ আনা হয়, এরপর মারধর করা হয়।
এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভে ফাঁড়ির সামনে জড়ো হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই নাজমুল।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)