শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
বাগেরহাটের মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমভি শোভা নামক লাইটার জাহাজের ক্রু( কর্মচারী) নদীতে পড়ে নিখোঁজ রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৫টার সময় মো. রাব্বি নামক ওই কর্মচারী হঠাৎ নদীতে পড়ে যায়।
এরপর লাইটারের অন্য কর্মচারীরা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান মুন্সি নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। নিখোঁজ লাইটারের কর্মচারী মো. রাব্বি বরিশালের বাঁকের গঞ্জ এলাকার বাসিন্দা।
এমভি শোভা লাইটারের মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিবশাম বোঝাই করেন। এর পর ঢাকার যাওয়ার জন্য তারা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে অপেক্ষা করতে ছিলেন। আজ সকাল সাড়ে ৫টার সময় কর্মচারী মো. রাব্বি রান্না ঘর থেকে চা খেতে খেতে ঢেকের দিকে যাওয়ার সময় অসাবধানতা বসত পা পিছলে নদীতে পড়েযায়। তিনি জানান,তারা অনেক খোজা খুঁজি করেন। না পেয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কে খবর দেয় হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান মুন্সি জানান, লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। একই সাথে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ রাব্বি এক বছর আগে এমভি শোভা লাইটারের এখানে ক্রু হিসেবে চাকুরিতে যোগদান করেন।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)