সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২


সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে পুলিশে সোপর্দ

জেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ১১:০০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের সদর উপজেলাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।

গতকাল রোববার (২৪ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত অঞ্জনা খাতুন (৩৫) ওই গ্রামের ইব্রাহিম হোসেন ওরফে বুলেটের স্ত্রী। আটক ইব্রাহিম আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয়দের ধারণা, নেশার টাকার জন্য এ ঘটনা ঘটতে পারে।

সোমবার (২৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক সোহাগ হোসাইন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। পরে পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে এখনো মামলা হয়নি। নেশার টাকার কারণে হত্যাকাণ্ড ঘটেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৭ সন্ধ্যা
এশা ০৭:৪২ রাত

সোমবার ২৫ আগস্ট ২০২৫