সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২


আদালতের বারান্দায় স্বামীর গলায় ছুরিকাঘাত করলেন স্ত্রী

জেলা সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ১৫:৫৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পারিবারিক কলহের জেরে স্বামীর গলায় ছুরিকাঘাতের অভিযোগে তার স্ত্রী সুলতানা সিদ্দিককে পুলিশ হেফাজতে নিয়েছে সুধারাম মডেল থানা পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে নোয়াখালী জজকোর্ট চত্বরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বামী মহসিন উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহসিন উদ্দিনের বাড়ি কুতুবপুর গ্রামের খোনার বাড়িতে। তার ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে করা একটি চেক ডিজঅনার মামলার শুনানিতে তিনি কোর্টে এসেছিলেন। এসময় কোর্টের বারান্দায় তার স্ত্রী সুলতানা সিদ্দিক তার গলায় ছুরি চালান।

স্থানীয়রা দ্রুত মহসিন উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। মহসিন উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরেই তার স্ত্রী এই হামলা চালিয়েছেন। তবে মানসিকভাবে অসুস্থ রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, ২০১৩ সালে মহসিন উদ্দিন ও সুলতানা সিদ্দিকের বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে রয়েছে।

সুধারাম মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘটনার পর পরই ভুক্তভোগীর স্ত্রী সুলতানা সিদ্দিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ এখনও কোনো অভিযোগ করেনি।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৭ সন্ধ্যা
এশা ০৭:৪২ রাত

সোমবার ২৫ আগস্ট ২০২৫