রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
ছবি : সংগৃহীত
মাওয়া থেকে ঢাকায় ফেরার পথে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগিবাহী পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন, রিথিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। সবাই ঢাকার বাসিন্দা এবং তারা একে অপরের আত্মীয়।
নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ও এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে বিষয়টি রোববার রাত ৭টার দিকে নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী।
তিনি আরও বলেন, পিকআপটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে। নিহতের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকার বাসা থেকে মাওয়া ঘুরতে যান ওই পাঁচজন। ভোরে ফেরার পথে প্রাইভেটকারটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা মুরগিবাহী একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পাঁচজন আরোহী আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)