মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
ফাইল ছবি
সাতক্ষীরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, মাদক এবং তিনটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা স্থলবন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- ভারতীয় খৈল বোঝাই একটি ট্রাকে খৈলের বস্তার মধ্যে শুল্ক ফাঁকি দিয়ে উন্নতমানের ভারতীয় পোশাক ও মাদকদ্রব্য বাংলাদেশে আনা হচ্ছে।
তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ভোমরা স্থলবন্দর ১ নম্বর গেটের কাছে অবস্থান নেয়। সন্ধ্যায় ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে সেটিকে থামাতে বলা হয়। তবে চালক নির্দেশনা উপেক্ষা করে ট্রাকটি দ্রুত কাস্টমস পার্কিংয়ের দিকে চালিয়ে যায়।
বিজিবি সদস্যরা ট্রাকটির পিছু নিয়ে কাস্টমস এলাকায় পৌঁছায় এবং দেখতে পান, ভারতীয় ট্রাক থেকে পণ্য বাংলাদেশি দুটি ট্রাকে স্থানান্তর করা হচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় ও বাংলাদেশি ট্রাকচালক, হেলপার এবং শ্রমিকরা পালিয়ে যায়।
পরে বিজিবি ট্রাকগুলো তল্লাশি করে বিভিন্ন পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় খৈল ২০ হাজার কেজি, অতি উন্নতমানের শাড়ি ২ হাজার ৪৮৯ পিস, উন্নতমানের শাড়ি ২ হাজার ১০০ পিস, অতি উন্নতমানের থ্রি-পিস ৩৫৮ পিস, উন্নতমানের থ্রি-পিস ১৫০ পিস, ব্লাউজ ২০৫ পিস, ফেনসিডিল ১৫০ বোতল, ভারতীয় ট্রাক ১টি এবং বাংলাদেশি ট্রাক ২টি। বিজিবির মতে এসব মালামাল ও যানবাহনের মোট মূল্য প্রায় ৭ কোটি ৩৯ লাখ টাকা।
বিজিবি জানায়, আটককৃত চোরাচালান পণ্য, মাদক এবং ট্রাকগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)