শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ফাইল ছবি
রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অপরাধে নিষেধাজ্ঞার শুরু থেকে এখন পর্যন্ত ১৪ দিনে ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস করে হয়েছে। সেইসঙ্গে ১২২ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত ১১৩টি অভিযানে ৩৭টি মোবাইল কোর্ট করা হয়েছে। এ সময় ৪৮৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১৩ লাখ ৫৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া, ১২২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২২ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অভিযানে আটককৃত নৌকা নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলেদের ৭৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, সরকার কর্তৃক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত মাঠে থাকবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)