রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির গেট পাস ফি বৃদ্ধি নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় ১৪ অক্টোবর রাত থেকে প্রাইম মুভার ও ট্রেইলার মালিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন।
একই দাবিতে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতি কর্মসূচি ঘোষণা করেছে এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। এতে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
পরিস্থিতি মোকাবিলায় রোববার (১৯ অক্টোবর) দুপুরের পর বন্দর চেয়ারম্যানের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, এটি ধর্মঘট নয়, ফি বাড়ানোর অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদে মালিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন। তিনি জানান, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত আসবে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, সিঅ্যান্ডএফ মালিক ও শ্রমিকরা রোববার সকাল ৯টা থেকে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
এ অচলাবস্থায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা মনে করছেন, দ্রুত সমাধান না হলে রপ্তানি ও আমদানি কার্যক্রম বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
এদিকে, শনিবার (১৮ অক্টোবর) নেভি কনভেনশন হলে পোর্ট ইউজার্স ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এক সপ্তাহের মধ্যে ট্যারিফ সমস্যা সমাধান না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ট্রেইলার ও পণ্যবাহী গাড়ি চলাচলে কিছু এলাকায় বাধা রয়েছে। তবে বন্দরের হ্যান্ডলিং ও অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)