শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


ছেঁড়া বৈদ্যুতিক তারে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ থেকে

প্রকাশিত:২২ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে ছেঁড়া বৈদ্যুতিক তারে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলেন- কৃষক নুরু খান (৬০) ও তার ছোট ভাই ফজলু খান (৫৫) ওই গ্রামের হাসেন উদ্দিনের ছেলে।

স্বজনেরা জানান, বড় ভাই নুরু খান সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই ফজলু খানও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বিদ্যুৎস্পৃষ্ট দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫