বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২


রাজস্ব কর্মকর্তার ওপর হামলা : দুই ভাড়াটে হামলাকারী গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে

প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ২০:০১

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খানের গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনকাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন এবং পলাতক একজনসহ মোট তিনজন হামলার ঘটনায় জড়িত। কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার জন্য তাদের ভাড়া করা হয়েছিল।

পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর ডবলমুরিং থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করা হয়। মামলা হওয়ার পরই মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বান্দরবানের সিকদারপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার দিন ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও জানা যায়, একজন ব্যক্তির নির্দেশে তারা এ হামলা চালায়। হামলার সময় সেই ব্যক্তির ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করা হয়। কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। ঘটনার তৃতীয় পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, গ্রেপ্তার দুজনের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের পূর্বশত্রুতা ছিল না। তারা মোট তিনজন অন্য একজনের ভাড়ায় কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা করেছে। হামলাকারী একজন এবং পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:০৭ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৩: ৩৬ বিকেল
মাগরিব ৫:১৫ সন্ধ্যা
এশা ০৬: ৩৩ রাত

বৃহঃস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫