শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২


যুবককে পিটিয়ে হত্যার পর পোড়ানোর ঘটনায় গ্রেফতার ৭

ময়মনসিংহ থেকে

প্রকাশিত:২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন সাত ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে মরদেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।

এ ঘটনায় গতকাল শুক্রবার নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে ভালুকা মডেল থানায় মামলা করেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

শনিবার ২০ ডিসেম্বর ২০২৫