বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২


জমি নিয়ে বিরোধে সাংবাদিককে পিটিয়ে নদীতে ফেলে দিলো প্রতিপক্ষ

মুন্সীগঞ্জ থেকে

প্রকাশিত:২৪ ডিসেম্বর ২০২৫, ২১:১৫

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক সাংবাদিককে পিটিয়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মাঝের চর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মো. সাইফুল ইসলাম (৩০) স্থানীয় একটি গণমাধ্যমে কাজ করেন বলে জানা গেছে। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকার বাসিন্দা।

জানা গেছে, সিরাজদিখান উপজেলার মাঝের চর ইছামতি নদীর তীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের নানা বাড়ি বালুচর ইউনিয়নের চৌদ্দগ্রাম এলাকায়। ওই এলাকায় তার মায়ের ওয়ারিশ সূত্রে জমি জমার মালিক হন তিনি। ওই জমিগুলো দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামের কয়েকজন দখলে নেওয়ার চেষ্টা করছিলেন। সাংবাদিক সাইফুল ও তার লোক জমিতে গেলেই প্রতিপক্ষ তাদের হুমকি দিতো। এ নিয়ে কয়েক বছর আগে আদালতে মামলা করেন সাইফুলের পরিবার। পরবর্তীতে আদালত সাইফুলদের জায়গা বুঝিয়ে দেয়।

বুধবার দুপুরে সাইফুল ও তার লোকজন জমিতে চাষাবাদ করতে যান। এ সময় মোহাম্মদ ইয়াকুব, ইউনুস, রাব্বি, ইসলাম ও ফারুকরা দলবল নিয়ে তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে সাইফুলকে পেটাতে পেটাতে পার্শ্ববর্তী ইছামতী নদীতে ফেলে দেয় এবং ট্র্যাক্টরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়।

এ ঘটনার পর স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তাকে রেফার্ড করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন বর্মন বলেন, সাইফুল নামের একজনকে মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ হান্নান বলেন, আহত সাংবাদিককে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫