শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু আজ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:৮ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৫১

ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে উত্তর বঙ্গের সবচেয়ে বড় মুসলিম জমায়েত তিন দিনব্যাপী ইজতেমা শুরু হ‌চ্ছে। কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বপাড়ে আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে বাংলা‌দেশ মুজা‌হিদ ক‌মি‌টির আয়োজনে তিন দিনব্যাপী এ ইজ‌তেমার আ‌য়োজন করা হয়।

এন্তেজামিয়া কমিটির স্বেচ্ছাসেবক প্রধান বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মন্ডল বলেন, বৃহস্প‌তিবার জোহ‌রের নামা‌জের পর প্রধান অতিথি মুফ‌তি সৈয়দ মুহাম্মদ রেজাউল ক‌রিম (পীর সা‌হেব চর‌মোনাই) বয়ানের মাধ্যমে ইজ‌তেমা উ‌দ্বোধন কর‌বেন। রোববার ফজরের নামা‌জের পর আ‌খে‌রি মোনাজা‌তের মধ্যে দিয়ে ইজ‌তেমা শে‌ষ হওয়ার কথা রয়েছে।

ইজ‌তেমা সফল কর‌তে ই‌তোম‌ধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হ‌য়ে‌ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজ‌তেমা প্রাঙ্গণে তিন শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন।

ইজ‌তেমার সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন জানান, আগামীকাল বুধবার থে‌কেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুস‌ল্লি‌দের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগা‌রের ব্যবস্থা রাখা হয়ে‌ছে। আগত মুস‌ল্লি‌দের স্বাস্থ্য সেবায় ফ্রি মে‌ডি‌কেল চেকআপের ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে।

ইজতেমা এন্তেজামিয়া কমিটির যুগ্ম-আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, তিন দিনব্যাপী ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমসহ দেশ বরেণ্য আলেম-ওলামারা ইজতেমায় বয়ান পেশ করবেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ইজতেমা ময়দানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া সবসময় ইজতেমা ময়দান পুলিশের নজরদারিতে থাকবে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪