বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২


মৌলভীবাজারে শীতের দাপটে কাহিল শ্রমজীবীরা

জেলা সংবাদদাতা, মৌলভীবাজার

প্রকাশিত:৭ জানুয়ারী ২০২৬, ১১:৫১

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলায় শীতের তীব্র দাপটে কয়েকদিনে জনজীবনে নেমে এসেছে ছন্দপতন। গত কয়েকদিন ধরে এই জেলার পাহাড়ি অঞ্চল, চা বাগান এবং হাওরঘেরা এলাকাগুলোতে ভোর থেকে রাত পর্যন্ত বইছে হিমেল হাওয়া।

দিনভর আকাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তার তেজ যেন বেঁধে রাখা কুয়াশার চাদরের ভেতরেই হারিয়ে যায়। ফলে উত্তাপ ছড়াতে পারছে না সূর্যের আলো।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন চা বাগানের শ্রমজীবী মানুষ, যারা অল্প পোশাকে খোলা পরিবেশে কাজ করেন। নিম্ন আয়ের মানুষজন, বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও বয়স্করা শীত নিবারণে আগুন জ্বালিয়ে কোনোভাবে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন।

চা শ্রমিক রুবি উড়াং বলেন, ভোর থেকে ঠান্ডায় হাত-পা জমে যায়, তবু কাজ করতে হয়। গরম কাপড় নাই, সন্তানরা ঠান্ডায় কষ্ট পায়।

জেলা শহরের ফুটপাতের দোকানি রাকিব মিয়া জানান, সকালে দোকান খুলতে ভয় লাগে। কাস্টমারও কম আসে, ঠান্ডায় বসে থাকা যায় না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈতপ্রবাহ ও কুয়াশার কারণে দিনের বেলা রোদ না থাকায় শীতের তীব্রতা বাড়ছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

বৃহঃস্পতিবার ৮ জানুয়ারী ২০২৬