বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
ছবি : সংগৃহীত
প্রচণ্ড শীতে জবুথবু জনজীবন। শৈত্যপ্রবাহও অব্যাহত আছে। এরইমধ্যে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। যা চলতি শীত মৌসুমে রেকর্ড।
তারা জানায়, উত্তরবঙ্গের নওগাঁর বদলগাছীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ প্রায় ৪১টি জেলায় আজ শীতের তীব্রতা বিরাজ করছে।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গেল কদিন ধরেই প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে জনজীবন। মঙ্গলবার থেকে ঠাণ্ডার প্রকোপ আরও বেশি।
বেলা গড়ালেও শীতের তীব্রতা না কমায় প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। যারাও বের হচ্ছেন, তারা হিম হাওয়ায় ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে কষ্ট পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বয়স্ক এবং শিশুরাও আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে।
এদিকে, রাজধানীতে আজকের তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি কমে গেছে। এতে অনেক এলাকায় কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, পরিষ্কার আকাশের কারণে তাপমাত্রা কমছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)