মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১


দ্বাদশ সংসদ নির্বাচন

নওগাঁ-২ আসনে নৌকার জয়

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত:১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪৯

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁ-২ আসনের স্থগিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ. এম আখতারুল আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ১২৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা শেষে মো. শহীদুজ্জামান সরকারকে বিজয়ী ঘোষণা করেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২৪টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে একটানা চলে ভোটগ্রহণ। এরপর সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল ধামইরহাট ও পত্নীতলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে দাখিল করেন নির্বাচনকালীন দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা। সেই ফলাফলের হিসেব নিকেশ শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।

নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, নওগাঁ-২ আসনে ৫৭ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ৩৯১। যেখানে ৪ হাজার ৫৫৯টি ভোট বাতিল হয়।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:০৪ ভোর
যোহর ১১:৪৮ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪