শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১


সিরাজগঞ্জে অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারী ২০২৪, ২০:০৯

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ত্র রাখার দায়ে সিরাজগঞ্জে জেলাল হোসেন শেখ (৪৫) নামে এক যুবককে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক নাদিরা সুলতানা এই কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেলার হোসেন শেখ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের আজিজুল শেখের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও এপিপি মো. চাঁদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে র‍্যাব-১২ এর ডিএডি নেতৃত্বে র‍্যাবের একটি দল কামারখন্দ উপজেলা ও তার আশ পাশের এলাকায় টহল ডিউটি করছিল। এসময় র‍্যাবের কাছে খবর আসে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কুখ্যাত সন্ত্রাসী জেলাল হোসেন শেখ কামারখন্দ উপজেলার আলোক দিয়ার মধ্যে পাড়া গ্রামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব-১২ সদস্যরা। এ সময় জেলাল হোসেন শেখকে আটক করে র‍্যাব সদস্যরা। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ করে আদালত। স্বাক্ষ প্রমাণ শেষে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারার অপরাধে ১০ বছর ও ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৫৫ বিকেল
মাগরিব ০৫:৩৭ সন্ধ্যা
এশা ০৬:৪৮ রাত

শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪