বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


হাড়িয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:১১ মার্চ ২০২৪, ১৮:৩৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গাজীপুর জেলার কাপাসিয়া হাড়িয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১০ মার্চ) বিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ম্যানেজিং কমিটির সভাপতি ও গাজীপুর জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট হাদিউল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন।

বরেণ্য অতিথি হিসেবে ছিলেন- আলেয়া পারভীন, যগ্ন সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ, গাজীপুর।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউপি সদস্য নাজমুল হক, ইউনিয়ন তাঁতীলীগ সভাপতি আব্দুল আওয়াল, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র দাস, হরজুল ইসলাম, জাহাঙ্গীর আলম রতন প্রধান, ফনিলাল ঘোপ, হুমায়ুন তালুকদার, মোশাররফ হোসেন মাষ্টার, কৃষকলীগ সহ সভাপতি মজিবুর রহমান প্রধান।

আরও উপস্থিত ছিলেন ডা: নাজিফা তানজুম মিম্মি, তোফায়েল আহমেদ বিদ্যুৎ, আফাজ উদ্দিন নয়ন, আসাদুজ্জামান রিপন, রোমেল, আলী আহসান মিলন, রফিকুল ইসলাম, জাকির হোসেন, জহিরুল ইসলাম, সারোয়ার, রাসকিন প্রধান, কবির প্রধান, শান্তি প্রধান, জুলফিকার প্রধান, মনির হোসেন।
সার্বিক সহযোগীতায় ছিলেন অভিভাবক প্রতিনিধি স্বপন মিয়া, আসাদুজ্জামান খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।

অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করেন-পিপলস ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন দুলাল, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, হারুন অর রশিদ, সিরাজ উদ্দিন তালুকদার, আফাজ উদ্দিন তালুকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তার। সুস্থ্য দেহ সুস্থ্য মনে, চলে যাই ক্রীড়াঙ্গনে এই শ্লোগান নিয়ে সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নাদিয়া আক্তার, জুয়েল রানা।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধ বিষয়ক নাটক, ছড়া, আবৃত্তি, কৌতুক, নৃত্য, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪