শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
দীর্ঘ ভোগান্তির পর টাঙ্গাইলের মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ফিটনেসবহীন পরিবহন, বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনা ও টোল আদায় বন্ধ থাকায় গভীর রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি চলাচলে ধীরগতি ও যানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু হয়। বর্তমানে একরকম ফাঁকাই হয়ে পড়েছে মহাসড়ক।
সরেজমিনে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, পরিবহনের তেমন চাপ নেই। কয়েকটি করে গাড়ি যাচ্ছে উত্তরবঙ্গের দিকে।
এর আগে সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে মহাসড়কের টাঙ্গাইল-আশিকপুর বাইপাস থেকে সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে গাড়ি থমকে যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, এখন পুরো মহাসড়কে তেমন কোনো পরিবহন চাপ নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়িগুলো। দুপুরের পর মহাসড়ক ফাঁকা হয়েছে। গাড়ির চাপও কমেছে। চাপ আর বাড়ার সম্ভবনা নেই।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করাতে কিছুটা সময় লাগে। এতে যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে সেতুর টোল প্লাজার কাছে কিছু সংখ্যক পরিবহন থাকলেও সেতুর দুই পাশে তেমন পরিবহন নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়ি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)