বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারের পাশে ব্যারিস্টার সুমন

জেলা সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত:২০ এপ্রিল ২০২৪, ১৭:৫১

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৫টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার বিভিন্ন এলাকার ৮৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন

উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় ভারপ্রাপ্ত ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এতে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ইউনিয়ন চেয়ারম্যান রুমন ফরাজি, এডভোকেট নজরুল ইসলাম, ডা: প্রিয়াঙ্কা, ইউপি সদস্য মো: রমজান আলী প্রমুখ।

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে থেকে নিবেদিতভাবে কাজ করে যাবেন তিনি।

১৮ এপ্রিল সন্ধ্যায় চুনারুঘাট উপজেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। মুহূর্তের মধ্যে গাছপাল ও ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। অনেকের ঘরের চাল উড়ে যায়।

 

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪