মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১


যাত্রী ছাউনি দখল করে দোকান নির্মাণ: প্রশাসনের উচ্ছেদ অভিযান

জেলা সংবাদদাতা, চাঁদপুর

প্রকাশিত:২২ এপ্রিল ২০২৪, ১৮:৩৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা পরিষদের যাত্রী ছাউনি দখল করে দোকান নির্মাণের অভিযোগ ওঠে জেলা পরিষদ চেয়ারম্যানের ভাগিনার বিরুদ্ধে। কিন্তু গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে যাত্রীছাউনি দখলমুক্ত করে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে যাত্রী ছাউনি দখল করে দোকান নির্মাণ করা হয়েছিল। এটা ঠিক হয়নি। উচ্ছেদ অভিযানের মধ্যে যাত্রী ছাউনি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ইউপি সদস্য বিল্লাল গাজীসহ স্থানীয় এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারীর ভাগিনা সোহাগ পাটওয়ারীর নির্দেশে যাত্রী ছাউনিটি দখল করে শাটার লাগিয়ে দোকান নির্মাণ করা হয়।

অভিযুক্ত সোহাগ পাটওয়ারীর জানান, এ বিষয়ে জেলা পরিষদের অফিসের সঙ্গে যোগাযোগ করেন, আমি এ বিষয়ে কথা বলতে পারব না।

চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী বলেন, যাত্রী ছাউনিটি কে বা কারা দখল করেছে বলে আমি শুনেছি। যারা এসব অপরাধ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২০ রাত

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪