রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১


সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে বন বিভাগের সঙ্গে গ্রামবাসী

বাগেরহাট থেকে

প্রকাশিত:৪ মে ২০২৪, ১৯:০৪

ফাইল ছবি

ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে আগুন লেগেছে। শনিবার (৪ মে) বিকেলে লাগা আগুন নেভাতে কাজ করছে বন বিভাগ ও গ্রামবাসী। ওই আগুন প্রায় দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে রাখতে বনের ভেতর ফায়ার লেন কাটা হচ্ছে।

তবে বনের ভেতর কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।

বন কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করে।

বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে হয়ত বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই আগুন লেগেছে।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩২ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৬ বিকেল
মাগরিব ০৬:০১ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪