বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের তিন সদস্য নিহত

জেলা সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত:১৯ মে ২০২৪, ১৬:৪৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছে।

দুর্গম ওই এলাকার রনিন পাড়া ও অন্যান্য পাহাড়ে রোববার ভোরে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানে কেএনএফ সদস্যদের হতাহতের খবর পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন সমকালকে বলেছেন, যৌথবাহিনীর অভিযানে হতাহতের ঘটনার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে।

তিনি জানান, যৌথবাহিনী মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। আমরা এখনও মরদেহ পাইনি।

গত এপ্রিল মাসের প্রথম দিকে বান্দরবানে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি এবং থানার সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটায় কেএনএফ। এরপর তারা সোনালী ব্যাংক ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে। এ ঘটনার পর কেএনএফের বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ এই অভিযান কেএনএফ নির্মূল না হওয়া পর্যন্ত চলবে জানানো হয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪