বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
ফাইল ছবি
বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান ওঠানামায় বিঘ্ন ঘটেছে। সোমবার (২০ মে) সকাল ৮টা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি।
তবে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভো এয়ারের দুটি বিমান সৈয়দপুরে অবতরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।
তিনি বলেন, গতকাল রোববার রাতে বজ্রপাতে বিমানবন্দরের নিরাপত্তা বলয়ের ভেতরে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ রাতের মধ্যে সেগুলো মেরামত করেছে। তবে মেরামত করা স্থানগুলো এখনো ভালভাবে না শুকানোয় বিমান ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ দুপুর ২টা নাগাদ সব স্বাভাবিক হয়ে যাবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)