শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভোট দিতে আসা তিন কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার গ্রাড়াগ্রাম গনেশ এলাকার মিজানুর রহমানের ছেলে সজিব (১৬) ও উত্তর কিশামত এলাকার দেলোয়ার আলীর ছেলে মিশু (১৭) ও গনেশ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে সোহাগ (১৫)।
জানা যায়, দুপুরে ভুয়া কুপন নিয়ে অন্যের ভোট দিতে আসে তারা। এ সময় দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সন্দেহ হলে নাম এবং ছবির সঙ্গে মিল না পাওয়ায় তাদের আটক করা হয়।
এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রহিম মিয়া বলেন, জাল ভোট দিতে আসায় তিনজনকে আটক করা হয়েছে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপেক্ষা করছি, উনি এসে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এ বিষয়ে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আশিক রেজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)