মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১


নীলফামারীতে জাল ভোট দিতে গিয়ে ৩ কিশোর আটক

নীলফামারী থেকে

প্রকাশিত:২১ মে ২০২৪, ১৬:৪১

ফাইল ছবি

ফাইল ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভোট দিতে আসা তিন কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার গ্রাড়াগ্রাম গনেশ এলাকার মিজানুর রহমানের ছেলে সজিব (১৬) ও উত্তর কিশামত এলাকার দেলোয়ার আলীর ছেলে মিশু (১৭) ও গনেশ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে সোহাগ (১৫)।

জানা যায়, দুপুরে ভুয়া কুপন নিয়ে অন্যের ভোট দিতে আসে তারা। এ সময় দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সন্দেহ হলে নাম এবং ছবির সঙ্গে মিল না পাওয়ায় তাদের আটক করা হয়।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রহিম মিয়া বলেন, জাল ভোট দিতে আসায় তিনজনকে আটক করা হয়েছে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপেক্ষা করছি, উনি এসে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এ বিষয়ে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আশিক রেজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২০ রাত

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪