শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১


দুদকের নোটিশ অগ্রাহ্য করায় ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল থেকে

প্রকাশিত:২২ মে ২০২৪, ১৬:৪০

ফাইল ছবি

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো নোটিশ অগ্রাহ্য করায় বরিশালে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী আবুল বাশার।

দণ্ডিত ব্যক্তির নাম আলী রেজা খান। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড সোনারগাও টেক্সটাইল মিল এলাকার মৃত মোহাম্মদ আলী খানের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, আলী রেজা খানের বিরুদ্ধে ওই এলাকার জমি হস্তান্তর নিয়ে দলিল সম্পাদনে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশনেও আসে অভিযোগ। সেই অভিযোগ আমলে নিয়ে দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর অভিযোগ অনুসন্ধানে ২০১৮ সালের ২০ ডিসেম্বর নোটিশ দেন আলী রেজা খানকে।

২৪ ডিসেম্বর নোটিশ নিয়ে গেলে আলী রেজা খানের পক্ষে তার চাচাতো ভাই সায়েম রহমান নোটিশ গ্রহণ করেন। কিন্তু আলী রেজা খান নির্ধারিত দিনে উপস্থিত হয়ে বক্তব্য দেননি। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নোটিশ দেওয়া হয় তাকে।

দুদকের পরিচয় পেয়ে আলী রেজা খানের বাসার দরজা না খুলে জানালা দিয়ে আলী রেজা খানের মা গুলনাহার বেগম নোটিশ গ্রহণ করলেও প্রাপ্তি বইতে স্বাক্ষর করেননি। পরদিন কোতয়ালী মডেল থানার মাধ্যমে নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত ১৯ সেপ্টেম্বর আলী রেজা খান দুদকে হাজির হয়ে বক্তব্য দেননি।

এ ঘটনায় দুদক বরিশাল সমন্বিত কার্যালয়ে উপ-পরিচালক দেবব্রত মন্ডল বাদী হয়ে মামলা করেন। মামলায় নির্দেশনা ইচ্ছাকৃতভাবে অমান্য করার অভিযোগে করেন। মামলা তদন্ত করে একই কর্মকর্তা ২০২১ সালের ২১ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন। বিচারক ছয় জনের সাক্ষ্যগ্রহণ করে রায় দেন। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শনিবার ২৩ নভেম্বর ২০২৪