বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়া হলো ১৮ ঘণ্টা পর

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

প্রকাশিত:২৭ মে ২০২৪, ১২:১৩

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে যানবাহন চলাচল বন্ধ রাখার পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল খুলে দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় এটি খুলে দেওয়া হয়।

আজ সকাল ৬টায় বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগায় বেলা সাড়ে ১১টায় এটি খোলা হয়। অর্থাৎ, ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর খুলল টানেলের দ্বার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে টানেলটি প্রায় ১৮ ঘণ্টা বন্ধ রাখার পর আজ বেলা সাড়ে ১১টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

এর আগে রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

এরপর গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ ঘোষণার পরপরই গতকাল বিকেল সাড়ে ৫টায় টানেলের উভয় প্রান্তের ৪টি ফ্লাড গেট বন্ধ করে দেওয়া হয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪