বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


টেকনাফে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত

জেলা সংবাদদাতা, কক্সবাজার

প্রকাশিত:৫ জুন ২০২৪, ২০:০৪

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তাদের রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাতে নাফ নদীর রহমানের খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তবে তিনি আহত দুই বিজিবি সদস্যের নাম জানাননি।

বিজিবি জানায়, তাদের টেকনাফের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহল দল নাফ নদীতে নিয়মিত কার্যক্রম চালাচ্ছিল। এ সময় টহল দলটি নাফ নদীর রহমানের খাল এলাকায় একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় থাকা সশস্ত্র চোরাকারবারিরা বিজিবির টহলদলকে লক্ষ্য করে অতর্কিত গুলি শুরু করে। তখন বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে বিজিবির প্রতিরোধের মুখে চোরাকারবারিরা গুলি করতে করতে মিয়ানমার সীমান্তে চলে যায়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০২৪